২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাউফলে জেলেদের মাঝে উপকরণ বিতরন

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইলিশ জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিতরন হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবু আলম তালুকদার বলেন, ২০২১-২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে উপজেলার ১০ জন সুফল ভোগী ইলিশ জেলেদের মধ্যে ১০টা বকনা বাছুর বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিছুর রহমান তালুকদার, বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান প্রমুখ।
১৪/১২/২১

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ