বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ শরীফ (১৮) নামের নুরাইনপুর কলেজের এইচএসসি পড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে।
সোমবার সন্ধ্যা সারে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছয়হিস্যা তাঁতেরকাঠী গ্রামের চৌরাস্তা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
মৃত্যু জাহিদ শরীফ সূর্যমনী ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা মাহাবুব শরীফের ছেলে। আহত আবদুর রহমান (১৮) পেশায় একজন কাঠ মিস্ত্রী ও তিনি নয়ন শরীফের ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সেরাজ জানান,তারা দুজন একই মটরসাইকেল যোগে সন্ধ্যা সারে সাতটার দিকে ঘটনাস্থালে আসলে বিপরিত দিক থেকে আসা অন্য একটি মটর সাইকেলের সাথে ধাক্কা লেগে কলেজ পড়ুয়া জাহিদ শরীফ (১৮) এবং চাচাতো ভাই আবদুর রহমান গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহত দুজনকে বাউফল হাসপাতলে আনলে কতর্ব্যরত চিকিৎসক জাহিদ শরীফকে মৃত্যু ঘোষনা করেন এবং রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাউফল থানা ওসি (তদন্ত) আল –মামুন বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি। লাশ সুরতহাল করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।