১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাউফলে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালী বাউফলে এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে সুজন হাওলাদার (২৪) নামের এক ছাত্রলীগ নেতা ও রাজিব হাওলাদার (২২) নামের এক অটো গাড়ির চালককে আটক করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) দুপুরে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এসআই মাসুদের নেতৃত্বে একটি পুলিশ টিম পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, কয়েকদিন আগে সুজন ও রাজিব ওই নারীকে ধর্ষণ করে আপত্তিকর অবস্থার ছবি মোবাইলে ধারণ করে। এরপর ওই ছবি দেখিয়ে তার সাথে দ্বিতীয়বার শারীরিক সম্পর্ক করতে চায়। ওই নারী এতে রাজি না হওয়ায় ওই আপত্তিকর ছবি তার স্বামীর কাছে পাঠানো হয়। এ ঘটনায় ওই নারী রবিবার সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ দুপুর ১টার দিকে তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃত সুজনের বাবার নাম জাহাঙ্গীর হোসেন। সুজন কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আর রাজিবের বাবার নাম ফজলু হাওলাদার। রাজিব অটোগাড়ির চালক বলে জানা গেছে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে এবং ছবি তুলে তার স্বামীর কাছে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

সর্বশেষ