২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাউফলে পাঁচ জয়ীতাকে সম্মাননা প্রদান

কামরুল হাসান, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর বাউফলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে বাউফল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই নারীদের সম্মাননা প্রদান করা হয়। প্রধান অতিথি সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপির কাছ থেকে শিক্ষা ও ‘চাকুরী বিষয়ে’ ইন্দ্রকুল গ্রামের রাহিমা আক্তার, ‘সফল জননী’ পৌরশহরের মনোয়ারা বেগম, ‘অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী’ সায়মা আরা, ‘সমাজ উন্নয়নে অবদান’ ইয়াসমিন ফারুক ও ‘নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু’ করার বিষয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন এই নারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া ও বাউফল প্রেসক্লাব সাবেক সভাপতি আল মামুন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ