বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালীর বাউফলে বিএনপির সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের জনসভার পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়কসহ উভয় গ্রুপের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। উপজেলা বিএনপির দলীয় কোন্দলের জেরে সাবেক এমপি শহিদুল আলমের অনুসারী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ফাহাদ, মো. রেদোয়ান, মো. সাজিদ, মো. অন্তর, মো. কাওছার, মো. আল আমিন, মো. রাতুল, মো. রাকিব, মো. ইলিয়াছকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা উপস্থাপনের লক্ষ্যে শনিবার (আজ) বাউফল পাবলিক মাঠে জনসভার আয়োজন করে সাবেক এমপির অনুসারীরা। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি শহিদুল আলম তালুকদার উপস্থিত থাকবেন। জনসভা উপলক্ষে কয়েক দিন পোস্টারসহ প্রচার চালিয়ে আসছে সাবেক এমপির অনুসারী বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদ ১০-১২ জন নেতাকর্মী নিয়ে বাংলাবাজার এলাকায় জনসভার পোস্টার লাগাতে গেলে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খান ও তার লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ছাত্রদল নেতা ফাহাদ বলেন, নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় পোস্টার লাগাতে গেলে নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর ওপর অতর্কিত হামলা চালায়।
বিএনপি নেতা এনায়েত হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদলের ফাহাদ লোকজন নিয়ে পরিকল্পিতভাবে এলাকায় ঢুকে আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। তখন আমার লোকজন আত্মরক্ষা করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি স্থানীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের পক্ষে রাজনীতি করেন বলে দাবি করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’