কামরুল হাসান, বাউফল প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা উপস্হাপনের লক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাউফল পৌর সদরের পাবলিক মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তছলিম তালুকদার, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান, অধ্যক্ষ সোহরাব হোসেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম জসিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক শাহীন রেজা, যুবদল নেতা বজলাল হক খোকন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরণ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ। এ সময় বক্তারা উপজেলা বিএনপি কমিটির বিরুেদ্ধ নানা অভিযোগ তুলে ধরেন এবং কমিটি বিলুপ্তির দাবি জানান। জনসভায় তারেক রহমানের ৩১ দফা উপস্হাপন করেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ।