১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাউফলে শিক্ষক সমিতির শোকসভা

কামরুল হাসান, বাউফল প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল হকের অকাল মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে বাউফল উপজেলা বেসরকারি শিক্ষক সমিতি। শুক্রবার বেলা ১১টায় পৌর শহরের আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এর আয়োজন করা হয়। অগ্রনী বিদ্যাপিঠের সিনিয়র শিক্ষক কেবিএম মামুন হোসেন এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মোনাজাত ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহিদ ইব্রাহিম সেলিম দাখিল মাদ্রাসার শিক্ষক ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাসেল ও দৈনিক ভোরের পাতা পত্রিকা প্রতিনিধি এম অহিদুজ্জামান ডিউক। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১২৮টি মাধ্যমিক ও মাদ্রাসার অধিকাংশ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন পোনাহুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ