১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বাউফলে সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাষক সরোয়ার হোসেন এর শোক সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত


কামরুল হাসান, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সড়ক দুঘটনায় নিহত স‍্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মোঃ সরোয়ার হোসেন সৈয়দ এর স্মরণে বেসরকারি শিক্ষক সমিতির আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য গত ১৬ জানুয়ারি রোজ শনিবার সকাল নয়টার দিকে মোটরসাইকেল যোগে বাউফল থেকে কর্মস্থলে যাওয়ার সময় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রলির চাপায় নিহত হয় কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মোঃ সরোয়ার হোসেন ।
উক্ত দোয়া মোনাজাতে নিহতের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।এস এম মাঈদুল ইসলাম ও মোঃ রিয়াদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু।
প্রধান অতিথি ছিলেন মোঃ নাজমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরনবী একাডেমিক সুপারভাইজার। উক্ত সভায় উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর মোর্শেদ প্রধান শিক্ষক ধানদী মাধ্যমিক বিদ্যালয় ও প্রয়াত শিক্ষক সরোয়ার হোসাইনের বড় ভাই মোঃ শাহজাহান সিকদার সহ সুপার গোসিংগা রশিদিয়া দাখিল মাদ্রাসা। এছাড়াও বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, কর্মচারি সাংবাদিক সহ স্থানীয় সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ