বরিশাল বাণী: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৪ টায় চরামদ্দি ফকুরোননেছা বালিকা বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া।
চরামদ্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, চরামদ্দি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান বাচ্চু।
চরামদ্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুন-অর-রশিদ সোহাগের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বরিশাল জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, শ্রমিকলীগ নেতা এনায়েত হোসেন ডাকুয়া, আরিফুর রহমান চুন্নু, পৌরযুবলীগের ক্রিয়া সম্পাদক বিক্রম দাস প্রমূখ।
