৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জে প্রকাশ্যে মহা ধুমধামে চলে মাদক সেবন !

ফাহিম মুরাদ: বাকেরগঞ্জের একটি গ্রামে  প্রতিদিন সন্ধ্যা হলেই মাদকের জমজমাট আড্ডা বসে। এলাকার মাদকসেবীরা সন্ধ্যা হলেই সেবনের নিরাপদ স্পট হিসেবে নদীর পাড়ে ও সাহেবপুর সিনিয়র মাদ্রাসার পিছনের রাস্তায় বসে মাদকের আড্ডায় লিপ্ত হয়। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় তাদের এই ক্ষোভ মাদকের আড্ডায় হানা দিতে পারে। প্রকাশ্যে মাদক সেবনের একটি ভয়াবহ ভিডিও এসেছে বরিশাল বাণীর হাতে। (পরের প্রতিবেদনে প্রকাশ করা হবে)।

একাধিক সূত্র জানায়, মাদক ব্যবসায়ীরা হাওলাদার বাড়ি ও সাহেবপুর খাঁন বাড়ির সামনে বড় রাস্তায় নদীর পাড়ে বসে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা বিক্রি করেন। এমনকি সন্ধ্যা হলেই সেখানে এলাকার যুব সমাজকে নিয়ে মাদকের আড্ডায় মেতে উঠে। মাদক সেবনের নিরাপদ স্পট হিসেবে এলাকাবাসীর কাছে খুব পরিচিত। প্রশাসন যদি অবিলম্বে মাদক ব্যবসায়ী ও গাঁজা সেবনকারীদের গ্রেফতারপূর্বক মাদক সেবনের এই অভয়ারণ্যটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংশের দিকে চলে যাবে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে এলাকাবাসী থানা পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ