২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফল স্বেচ্ছাসেবক দলের ২ নেতার বিরুদ্ধে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠিত গলাচিপায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় স্বাধীনতা দিবস পালিত সড়ক দুর্ঘটনা রোধে দুমকিতে স্পিড ব্রেকারে ইন্ডিকেটর দিল ছাত্রদল নলছিটিতে ছাত্রদলের আয়োজনে কুরআন তেলওয়াত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া 'একজন আপোষহীন নেত্রী' — আবু নাসের মো: রহমাতুল্লাহ শেবাচিম এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখমের অভিযোগ  মেহেন্দিগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, হাসপাতালে ভর্তি ভোলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জে অনিয়মকে নিয়মে পরিণত করতে চান প্রধান শিক্ষক!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১৮৬ নং সাত্তালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের দ্বন্দ্বে মুখ থুবড়ে পড়ছে শিক্ষাব্যবস্থা। সহকারী শিক্ষকরা বলছেন, সকল অনিয়মকে নিয়মে পরিণত করতে চাচ্ছেন প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা। আর প্রধান শিক্ষকের পাল্টা অভিযোগ, কতিপয় সহকারী শিক্ষকসহ আফরোজা আক্তার তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে, শিক্ষার্থীদের অভিভাবকরা অবস্থানও নিচ্ছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার অনিয়মের বিষয়ে জানা আছে শিক্ষা কর্মকর্তাদেরও। সব মিলিয়ে স্কুলটিতে কোমলমতি শিশুদের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে।

Click here

স্থানীয়দের ও সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, গাছ বিক্রি, স্কুলের ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহার করা, সহকারী শিক্ষিকা ও শিক্ষার্থীদের মহিলা অভিভাবকদের কু-প্রস্তাপ দেয়া, শ্রেণিকক্ষে বসে ধুমপান করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয়রা চায়না এমন শিক্ষক দিয়ে স্কুল পরিচালিত হোক।

অভিযুক্ত প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা ২০১৭ সালে যোগদান করেন, তারপর থেকে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্লা ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পত্রটি উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা বরিশাল উপ-পরিচালক বরাবর দাখিল করেন। এ অভিযোগের প্রসঙ্গে বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক বরিশাল নিলুফা ইয়াসমিন আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তদন্তের জন্য, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম ও শামীমা সুলতানাকে দায়িত্ব দেন।

অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেয়া হয়েছে তা সব মিথ্যা ও ভিত্তিহীন।

তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, আমরা বাদী ও বিবাদীদের লিখিত ও মৌখিক বক্তব্য নিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।

এ ব্যাপারে বাকেরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সাত্তালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। বর্তমান মামলা চলমান আছে, আমরা তদন্ত করে প্রতিবেদন ডিডি অফিসে পাঠিয়ে দেবো।

সর্বশেষ