মামুন-অর-রশিদ : বেশ কয়েকটি মাদক মামলা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে এক যুগেরও বেশি সময় পালিয়েও শেষ রক্ষা হলোনা মুনসুর আলী আকনের। অবশেষে ১৩ জুন বিকেলে বাকেরগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়েই গেল। আটককৃত মুনসুর বাকেরগঞ্জ উপজেলার রুপারজোড় গ্রামের মৃত একিন আলী আকনের পুত্র। বাকেরগঞ্জ থানার চৌকস এএসআই (নি:) মো:আবুল বাশার এর নেতৃত্বে একটি টিম মুনসুরকে ধরতে ওৎ পাতে। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে তাকে আটক করতে সক্ষম হয়।
এএসআই মো:আবুল বাশার বলেন, অফিসার ইনচার্জ মো: আফজাল হোসেন স্যারের নিদের্শনায় বিশেষ অভিযান করিয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করি। আটককৃত মুনসুর সাজা হওয়ার পরে ১৫ বছর পলাতক ছিল। তাহার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচার চলমান আছে।
