৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বাউফলে প্রতিবন্ধী কিশোরীকে ধ*র্ষ*ণের প্রতিবাদ করায় মা ও ফুফুকে মা*রধ*র আ.লীগকে নিষিদ্ধ-স*ন্ত্রা*সীদের বিচারের দাবিতে বরিশালে ছাত্র আন্দোলনের মশাল মিছিল বঙ্গোপসাগরে ট্রলারে জলদস্যুদের হা*ম*লা, গু*লিবি*দ্ধ ৩ টিয়া মনির কোচিংয়ে যাওয়া হলোনা পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেচিঁয়ে প্রাণ গেলো ভোলায় ৫ কবরের লা*শ-কাফনের কাপড় চু*রি কলাপাড়ায় অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু গলাচিপায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন তালতলীতে ২ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ! বাউফলে বিএনপির জনসভায়  তারেক রহমানের ৩১ দফা মেরামত উপস্হাপন। বরিশাল পলিটেকনিকের নবীনদের বরণ করেছে ইসলামী ছাত্র শিবির

বাকেরগঞ্জে করোনা জয় করলো ছোট্ট শিশু ‘আয়ান’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরিশাল বাণী: আয়ান বিন ফারুক । বয়স মাত্র দুই বছর। বাবা জনতা ব্যাংক লিমিটেড বাকেরগঞ্জ শাখায় কর্মরত মোঃ ওমর ফারুক।  জনসাধারণকে ব্যাংকিং সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হন। ব্যাংকার বাবার মাধ্যমে করোনা আক্রান্ত হয় আয়ান। আয়ানের মাও আক্রান্ত হন।

এমনকি তাদের সংস্পর্শে এসে প্রতিবেশী আলী আহমদের তিন বছর বয়সী সন্তান আল-ইসলামের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আল-ইসলাম আগে থেকেই লিভারের রোগে আক্রান্ত ছিলেন।

ছোট ছোট বাচ্চাদের করোনায় আক্রান্ত হওয়ার পরিবারগুলো করোনা আতংকে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত ওমর ফারুকের পরিবার এবং আল-ইসলামের শারীরিক, পারিবারিক এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এনে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। করোনা আক্রান্তদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন বাকেরগন্জ্ঞ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সহকারী সার্জন ডাঃ মনিরুজ্জামান খান।

করোনা আক্রান্ত পরিবারগুলো সম্পর্কে জানতে চাইলে ডাঃ মনিরুজ্জামান খান বরিশাল বাণীকে বলেন, আল্লাহর রহমতে তারা এখন সম্পূর্ণ সুস্থ্য ।

সদ্য করোনা মুক্ত পরিবারগুলো বরিশাল বাণীকে জানায়, করোনা আক্রান্ত হওয়ার পর আমরা শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়ি। বাচ্চাদের নিয়ে আমরা অনেক ভয়ে ছিলাম। ডাঃ মনিরুজ্জামান স্যার এই বিপদকালীন সময় আমাদের পাশে পাশে ছিলেন পরিবারের একজন অভিভাবকের মত ত্রাণকর্তা হিসেবে। চিকিৎসার পাশাপাশি সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আমরা এখন সম্পূর্ণ সুস্থ্য আছি।
তারা অত্র উপজেলার স্বাস্থ্য বিভাগ এবং ডাঃমনিরুজ্জামান খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করেন বাকেরগন্জ্ঞ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকতা ডাঃ আবদুল মুনয়েম সাদ।

সর্বশেষ