নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া গ্রামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষনের শিকার ওই ছাত্রীর বয়স এগারো বছর। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে রবিবার ধর্ষণের ঘটনা ঘটে । ওই ছাত্রীর চাচা শাহালম খান এই ধর্ষণকান্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে শেবামেক হাসপাতালে ওই ছাত্রীর দিনমজুর বাবা ধর্ষণের ঘটনা এড়িয়ে গিয়ে বলেন,‘আমার মেয়ে সিড়ি থেকে পড়ে গিয়ে মেরুদন্ডে ব্যাথা পেয়েছে।’
অন্যদিকে গাইনী ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা: খুরশীদ জাহান বলেন,‘ ওই ভিক্টিমের অবস্থা এখন ভালো। নিয়মিত চিকিৎসায় খুব দ্রুত সে সুস্থ হয়ে উঠবে।’
এদিকে বাকেরগঞ্জ থানার ওসি মো: আলাউদ্দিন বলেন,‘ধর্ষণের ঘটনা শুনেছি। তবে ভিক্টিমের পরিবারের কেউ থানায় আসেনি। তারপরও আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’