১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জে নদী তীরে নিয়ে এসে যুবককে জবাই করে হত্যা, লাশ উদ্ধার

নোমান ডাকুয়া :: বরিশালের বাকেরগঞ্জে জনৈক এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। স্থানীয় কবাই ইউনিয়নের চরলক্ষীপাশা নদীর ত্রিশোর্ধ্ব যুবককে হত্যার পরে লাশ ফেলে রেখে গেছে। পুলিশ যুবকের লাশটি উদ্ধার করেছে। কিন্তু কে বা কারা এই খুনের সাথে জড়িত তাৎক্ষণিক পুলিশ তা নিশ্চিত হতে পারছে না।

পুলিশ জানায়- অজ্ঞাতপরিচয় ওই যুবকের লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে রাত ৮টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা যুবককে দুর কোথাও থেকে নিয়ে এসে নদী তীরে জবাই করে হত্যা করা হয়েছে। পরে লাশটি ফেলে পালিয়েছে খুনিরা।

বাকেরগঞ্জ থানার ইন্সপেক্টর মোঃ মোমিন উদ্দিন জানান, নিহত যুবকের গলা ছুড়ি দিয়ে কাঁটা ও রক্তাক্ত। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। হত্যাকারী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। তদন্ত করে আইনের আওতায় নিয়ে এসে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মুঠোফোনে জানান, যুবকের লাশ উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মর্গে প্রেরণ প্রস্তুতি চলছে। ইতিপূর্বে মরদেহের সুরতাহল করা হয়েছে।

এই ঘটনায় একটি হত্যা মামলা করার প্রস্তুতির পাশাপাশি যুবকের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে, জানান ওসি।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ