৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগঞ্জে পাঁচ দুর্ধর্ষ চোর পুলিশের খাঁচায়

বরিশাল বাণীঃ  বাকেরগঞ্জ উপজেলার ৪নং দুধল ইউনিয়নে চুরির প্রস্তুতিকালে পাঁচজন দুর্ধর্ষ চোরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মৃত কুদ্দুস হাওলাদারের ছেলে বাবুল হাং (৪২) ফিরোজ শেখের ছেলে রিপন শেখ (৩৮) সমছু শেখের ছেলে আহাদ শেখ (২৩) যশোরের ইশরাত বিশ্বাসের ছেলে আক্কাস বিশ্বাস ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাকিম ব্যাপারীর ছেলে হাফিজ ব্যাপারী(৪২)।  স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ইউনিয়নের ডিকেপি বাজার গাজিনগর থেকে তাদের কে আটক করে বাকেরগঞ্জ থানায় খবর দিলে এসআই আলি আজম সঙ্গীয় ফোর্স সহ গিয়ে তাদেরকে গ্রেফতার করে। ।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, দুধল থেকে চোর সন্দেহে এই পাঁচজনকে আটক করা হয়েছে। তারা বিভিন্ন গাড়িচুরি, তার চুরি সহ নানান চুরির সাথে জড়িত বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ