বরিশাল বাণী: বাকেরগঞ্জ থানা পুলিশের জালে ধরা পড়লো চিহ্নিত মাদক কারবারী নান্টু হাওলাদার (২৪)। গতকাল ১৩ সেপ্টেম্বর সোমবার রাতে এক বিশেষ অভিযানে ৮১ পিচ ইয়াবা ও ১০গ্রাম গাঁজা সহ নান্টুকে আটক করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল। তার সাথে অভিযানে অংশ নেন এসআই মোঃ জহুরুল ইসলাম, এসআই মোঃ বশির উদ্দিন খান, এসআই মোঃ আব্দুল আল মামুন, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই সুজন মাঝি, এএসআই মোঃ শফিকুল ইসলাম সহ সঙ্গীয় টিম।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বরিশাল বাণীকে জানিয়েছেন, আটককৃত মাদক কারবারীর বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।