মেডিকেল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ নুর ইসলাম (৩৮) নামের এক যুবকের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মতি খাঁ এর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবক ওই থানার ৮ নং নলুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পূর্ব নলুয়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত যুবক বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আহতর সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা হাফেজ খানের ছেলে সুমন খান ঘটনার স্থানে দোকানদারি করেন। সুমনের দোকান থেকে নুর ইসলাম কিছু খাদ্য দ্রব্য সামগ্রী ক্রয় করেন। সম্পূর্ণ টাকা না থাকায় মাত্র ১৭০ টাকা বাকি রেখে চলে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে নুর ইসলামকে পাগল-ছাগল ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে সুমন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমন খান, ইউসুফ সহ অজ্ঞাত তিন-চারজন মিলে নুর ইসলামের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়।
এ সময় দূর থেকে কাফিল হোসেন পলাশ তাকে আরো মারধর করতে বলে। সন্ত্রাসীদের কিল ঘুষিতে তার শরীরের একাধিক স্থানে ফুলা জখম হয় । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তিনি এ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
এনিয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।