নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাকেরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার প্রতিবাদ করায় বৃদ্ধা নারীকে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারী হলেন, ওই থানার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের ২ নং ওয়ার্ড দাড়িয়াল গ্রামের বাসিন্দা আলমগীর মিয়ার স্ত্রী ফিরোজা বেগম(৫০)।বৃহস্পতিবার সকাল ১০ টায়, ১১ টায়, দুপুর ১ টায় তিন দফায় তাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়।
বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃদ্ধা নারীকে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আনুমানিক ৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলার ক্ষতিপূরণ এবং হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগী এর পরিবার।
আহত সূত্রে জানা যায়, আহত ফিরোজা বেগম মাছ চাষ করে দীর্ঘদিন যাবত জীবিকা নির্বাহ করে আসছে। এর আগেও প্রতিপক্ষরা একাধিকবার বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলে। তারা সব সময় ভুক্তভোগী এর পরিবারের ক্ষতি সাধন করে । বুধবার রাত আনুমানিক ১ টার দিকে প্রতিপক্ষ জাহিদ মাতুব্বর পরিকল্পিতভাবে মাছ মেরে ফেলার জন্য পুকুরে বিষ প্রয়োগ করে। ফলে সকালে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা যায়। বিষয়টা নিয়ে ভুক্তভোগী সকালে প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিত ভাবে তিন দফায় জাহিদ মাতুব্বর , রিপন হাওলাদার , নুর ইসলাম , নুরজামান , মাসুদ , এলিজা ,রিপা,ইয়ারুনি সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি, ছুড়ি,রামদা, নিয়ে এ হামলা চালায়। লাঠির আঘাতে তার মাথা ও সারা শরীরে প্রচন্ড জখম হয়।
পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেয়। তবে তার কোন উন্নতি না হলে আহতের আত্মীয়-স্বজনরা শনিবার সকালে শেবাচিমে ভর্তি করে।
প্রতিপক্ষরা মারধর করেও ক্ষ্যান্ত হয়নি এখন বিভিন্ন মাধ্যমে মিথ্যা মামলা ও হুমকি প্রদান করে আসছে। জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে আহতের পরিবার। প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারে দাবি করছে তার সন্তানরা।
এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।