১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বাকেরগঞ্জে ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বাকেরগঞ্জ উপজেলায় ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের মুন্সীর দোকান এলাকা থেকে বাকেরগঞ্জ থানার এস.আই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এএসআই নজরুল ইসলাম, ফারুক ও সুজন মাঝীর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করেন পুলিশ সদস্যরা।

গ্রেফতাররা হলেন—বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের পারশিবপুর এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার (৩০) ও মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী এলাকার মোস্তফা মৃধার ছেলে মনির হোসেন (২৬)।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সকালে আদালতের মাধ্যমে গ্রেফতারদের হাজতে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ