নিজস্ব প্রতিবেদক:
বরিশালস্থ বাকেরগঞ্জবাসীদের নিয়ে গঠিত বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি বরিশাল এর আনন্দ ভ্রমণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী শনিবার দিনব্যাপী এই আয়োজন ছিল উজিরপুরের গুঠিয়া মসজিদ সংলগ্ন রিসোর্টে। বাস ভ্রমণ, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্ন ভোজ, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মনিরুল ইসলাম স্বপন। আনন্দ ভ্রমণ অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন সহ সভাপতি সুলতান আহমেদ, মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, অর্থ সম্পাদক নুরুদ্দিন খান। সংগঠনে বিশেষ অবদান রাখায় দুই সাবেক নেতাকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ১নং নির্বাহী সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ।
