স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ” এর অদ্য ২৫ ডিসেম্বর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে বাকেরগঞ্জের প্রতিষ্ঠাতা ইতিহাসের মহানায়ক মির্জা আগা মুহম্মদ বাকের খান এর মাযার জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন “গর্বের বাকেরগঞ্জ” এর অভিভাবক পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম হাওলাদার (অবঃ মাস্টার ওয়ারেন্ট অফিসার), কো-চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন এবং গর্বের বাকেরগঞ্জ এর প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন মোহন।এ সময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন, “গর্বের বাকেরগঞ্জ” এর শিক্ষা ও গবেষণা সমন্বয়ক সায়েম তালুকদার, দপ্তর ও যোগাযোগ সমন্বয়ক সফিকুল ইসলাম জনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সমন্বয়ক মিজানুর রহমান স্বাধীন, অর্থ ও কর্মসূচী বাস্তবায়ন সমন্বয়ক মামুন খান, স্বাস্থ্য ও পরিবেশ সমন্বয়ক রাকিব খান সহ “গর্বের বাকেরগঞ্জ” বিপুল সংখ্যক সদস্য বৃন্দ।
মির্জা আগা মোহম্মদ বাকের খান এর মাযার পরিচালক মোঃ ইউসুফ হোসেন “গর্বের বাকেরগঞ্জ” প্রতিনিধিকে ফুল, মিষ্টি এবং বাকরখনি দিয়ে স্বাগত জানান। এসময় “গর্বের বাকেরগঞ্জ” প্রতিনিধিদল বাকেরগঞ্জবাসীর পক্ষ থেকে মাযার পরিচালকের কাছে মাযারের জন্য উপহার সামগ্রী তুলে দেন।”গর্বের বাকেরগঞ্জ” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মির্জা আগা মোহম্মদ বাকের খান এর মাজার প্রাঙ্গণে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বাকেরগঞ্জ উপজেলার সকল গুণীজনদের রূহের মাগফেরাত, করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়।