মোঃ রাব্বী মোল্লা,বাকেরগঞ্জঃ বাকেরগঞ্জ করনা মহামারীর ধাক্কায় বন্ধ রয়েছে দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল। কবে নাগাদ তফশিল ঘোষনা হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে বসে নেই প্রার্থীরা। তফশিল ঘোষণার আগেই ইতোমধ্যে মাঠে মায়দানে প্রার্থীদের দোড়ঝাপ শুরু হয়েছে। চেষ্টা চালাচ্ছে সকল প্রার্থীরা। ব্যতিক্রম নয় বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নও। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিয়ামতি ইউনিয়নে ৪নং ওয়ার্ডের মেম্বার পদে সবচেয়ে বেশি আলোচনায় আছে জনপ্রিয় মানবিক নেতা আনোয়ার হোসেন বাবুল খান। আনোয়ার হোসেন বাবুল খান এলাকার গরিব-দুঃখী ও অসহায় সাধারণ মানুষকাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে সু-পরিচিতি লাভ করেছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। তিনি সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজের সাথে জড়িত রয়েছেন। সবসময় নিজের সামর্থ্যনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। মহামারি করোনাকালে সাধারণ মানুষের সাথে থেকে তার সাধ্য অনুযায়ী বিভিন্ন সংগঠনের মাধ্যমে অনুদান দিয়েছেন এবং তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। আসন্ন নির্বাচনে এই ওয়ার্ডে আরো বেশ কয়েকজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে – এদের মধ্যে অন্যতম পশ্চিম কৃষ্ণনগর ঐতিহ্যেবাহী পরিবার খান বাড়ীর আনোয়ার হোসেন বাবুল খান । অন্যরা হলেন বর্তমান মেম্বার মোঃ জাহাঙ্গীর হোনেন খান, সাবেক মেম্বার গোলাম মোস্তফা কামাল হাওলাদার , মোঃ সাগর খান ও মোঃ শাহআলম হাওলাদার । এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন বাবুল খান তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। আমরা তাকে পাশে পাই। আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবক সমাজ সেবক ও মানবিক নেতা আনোয়ার হোসেন বাবুল খানকে মেম্বার হিসেবে দেখতে চাই। বর্তমান মেম্বার মোঃ জাহাঙ্গীর হোনেন খান বলেন, আমাকে যদি জনগণ আবারো তাদের সেবা করার সুযাগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৪ নং ওয়ার্ডের জনগণের সেবা করবো এসময় আনোয়ার হোসেন বাবুল খান বলেন নিয়ামতি ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের স্বার্থে উন্নয়নমূলক কাজ করব । সবসময় নিজের সামর্থ্যনুযায়ী গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছি এবং এটা সবসময় অব্যাহত থাকবে এবং আমি জদি নির্বাচিত হতে পারি এই ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো , এই ইউনিয়নে আমার ওয়ার্ড থাকবে দুর্নীতি ও মাদক মুক্ত ওয়ার্ড ইনশাআল্লাহ । তিনি আরও বলেন ইউনিয়নের সকল গরীব দুঃখী ও অসহায়ে মানুষের পাশে আমি থাকব এবং এলাকার উন্নয়নে সাধারণ মানুষের স্বার্থে যেন কাজ করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ তায়ালা যেন আমাকে এই ওয়ার্ডর খেদমত করার সুযোগ দেয় ।
