১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাকেরগন্জের ভোজমহল গ্রামে প্রতিপক্ষর হামলায় ২ জন আহত

নিজস্বপ্রতিবেদক :বাকেরগন্জের ভোজমহল গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় একই পরিবারের ২ জন আহত হয়েছে। আহতরা হলেন মিলন বিশ্বাসের স্ত্রী মরিয়ম (২৬) ও তার মা রানী বেগম (৬০)। গত মঙলবার বেলা ১১ টার দিকে এঘটনা ঘটে পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।আহত সূত্রে জানাগেছে ভোজমহল গ্রামের মিলন বিশ্বাসের সাথে প্রতিপক্ষ লিটন বিশ্বাসের সাথে ৩৫ সতাংস জমি নিয়ে বিরোধ চলছে।এ নিয়ে আদালতে মামলা হলে মিলন বিশ্বাসদের পক্ষে রায় আসে ও স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে বন্টন মিমাংসা করে দিতে।এদিকে আদালতের রায়কে উপেক্ষা করে প্রতিপক্ষ লিটন বিশ্বাস, জিসান,জোৎস্না,সেতারা বেগম ওই জমিতে পাকের ঘড় বানানোর কাজ শুরু করে।আর এতে মরিয়ম ও রানী বেগম বাধা দিলে লিটন বিশ্বাস,জিসান বিশ্বাস,জোৎস্না বেগম,সেতারা বেগম লাঠি ও দা দিয়ে কুপিয়ে গুরত্বর যখম করে।পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে প্রেরন করে।এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ