বানারীপাড়া (বরিশাল)প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাখার ইউনিয়নের বিএনপি দলীয় সাবেক চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী সরদারের ছেলে যুবদল নেতা সুমন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জানুয়ারী রোববার দুপুরে তাকে বরিশালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ২৩ জানুয়ারী শনিবার রাতে ওই গৃহকর্মী বাদী হয়ে সুমন সরদারকে আসামী করে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে সুমন সরদারকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা গেছে ২৩ জানুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাখার ইউনিয়নের খলিশাকোটা গ্রামের প্রবাসী আসাদুজ্জামান রিপনের স্ত্রী পারভীন বেগমের বাসার ওই গৃহকর্মী বাড়ির বাগানে পাতা কুড়াতে গেলে পাশের বাড়ির ইউপি চেয়ারম্যান ইদ্রিস সরদারের ছেলে সাবেক ছাত্রদল ও বর্তমান যুবদল নেতা সুমন সরদার তাকে জাপটে ধরে টেনেহিচরে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়। ওই গৃহকর্মীর ডাকচিৎকারে প্রবাসী আসাদুজ্জামান রিপনের মা ও স্ত্রীসহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ওইদিন রাতে নির্যাতিতা ওই গৃহকর্মী বাদী হয়ে থানায় মামলা করে। এর আগে কু- প্রস্তাব দেওয়াসহ তিন বার ওই গৃহকর্মীকে সুমন সরদার ধর্ষণের চেষ্টা করে বলে মামলায় উল্লেখ করা হয়। ২৪ জানুয়ারী রোববার দুপুরে বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ ও উপ-পরিদর্শক মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করে মামলার বাদী,আসামীর বাবা মা,স্ত্রী এবং প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বক্তব্য রেকর্ড করেন। এ প্রসঙ্গে ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন ওই গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এখন তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে জানা গেছে সুমন সরদারের বিরুদ্ধে এর আগে নারী নির্যাতন,ছিনতাই ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সে চাখারে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে অভিযোগ রয়েছে। আসামী সুমন সরদারের পিতা চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে ওই গৃহকর্মীকে তার ছেলে চরথাপ্পর দিয়েছে বলে স্বীকার করেন।
বানারীপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টার মামলায় সুমন সরদার গ্রেফতার
- জানুয়ারি ২৬, ২০২১
- ১২:২৩ পূর্বাহ্ণ
শেয়ার করুনঃ
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সর্বশেষ
বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত
৭:২৪ পূর্বাহ্ণ
পটুয়াখালীর গলাচিপায় প্রতিপক্ষের হামলায় নারী সহ আহত ৩ ।।
১২:৪৫ পূর্বাহ্ণ
স্ত্রী-সন্তানসহ জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৯:৫০ অপরাহ্ণ
ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা
৯:৪৪ অপরাহ্ণ
ক*সা*ই থেকে নদী খেকো জাফর
৯:৩০ অপরাহ্ণ
বাংলায় আমি জন্মেছি— গোলাপ মাহমুদ সৌরভ
৯:২২ অপরাহ্ণ
গৌরনদীতে সরকারি খালে বেড়া দিয়ে দখলের অভিযোগ
৯:০৮ অপরাহ্ণ
কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
৮:৫১ অপরাহ্ণ
শায়েস্তাবাদ ইউনিয়নে মোটরসাইকেল চালককে কু*পিয়ে জখম
৮:২১ অপরাহ্ণ