নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বানারীপাড়ায় বাড়ির ভিতর দিয়ে জোর পূর্ব ভাবে রাস্তা নেওয়া কে কেন্দ্র করে একই পরিবারের ৩ সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর সাড়ে ১২ টায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই থানার শোলিয়াভাগ পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ধারালিয়া গ্রামের বাসিন্দা মৃত হাসান উদ্দিন বালির ছেলে আব্দুর রশিদ (৪৫), আইনুল ইসলাম(৭০), সিদ্দিকুর রহমান (৬৫)। আইনুল ইসলাম ও সিদ্দিকুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং আব্দুর রশিদকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা কবির গং দের সাথে দীর্ঘ কয়েক বছর যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বাড়ির ভিতর দিয়ে প্রবেশের বিকল্প রাস্তা থাকলেও কবির তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভুক্তভোগীর ঘরের সামনে দিয়ে জোর করে রাস্তা নেয়ার পায়তারা চালাচ্ছিল। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান। ঘটনার দিন পুনরায় রাস্তা নেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী আব্দুর রশিদ প্রতিবাদ করে। এ সময় উভয়ের মাঝে কথা কাটাকাটি একপর্যায়ে কবির, সোহাগ, আঃ সালাম, রুবি , ছবি সহ অজ্ঞাত ৬/৭জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এ সময় আব্দুর রশিদের বাম হাত ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় ও সারা শরীরে নীলা ফুলা জখম হয় । তার চিৎকার শুনে অন্যান্য ভাইয়েরা ছুটে আসলে তাদেরকে মারধর করে । পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিমে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
