রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বলেছেন, বানারীপাড়াকে আলোকিত উপজেলায় রূপান্তর করা হবে। রবিবার বিকালেবানারীপাড়া পৌর শহরে সৌর সড়ক বাতি(স্ট্রীট লাইট) স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দলীয় কার্যালয়ে পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,আইটি বিশেষজ্ঞ মনিরুজ্জামান আশরাফী, পৌরসভার প্যানেল মেয়র এসএম আকবর,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল ও জাকির হোসেন,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শফিক শাহিন প্রমুখ।
পরে ফেরী ঘাটে সন্ধ্যা নদীর তীরে বাঁধের আদলে নির্মিত নতুন রাস্তায় স্ট্রীট লাইট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শাহে আলম। প্রসঙ্গত ২০১৯-২০ অর্থ বছরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় প্রদত্ত বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের বিশেষ বরাদ্দে পৌর শহরে স্ট্রীট লাইট স্থাপন করা হয়।