নিজস্বপ্রতিবেদক :বানারীপাড়ার পূর্ব মলুহার গ্রামে দেবরের হামলায় শেবাচিমে মৃত্যুর সাথে পান্জা লরছে গৃহবধু জেসমিন বেগম (৪০)এ সময় হামলা কারির হাত থেকে তাকে ছারাতে গিয় আহত হয় তাদের ভাগিনা শহিদুল ইসলাম (৪১)। পরে স্থানীয়রা আহতদের মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে শেবাচিমে ভর্তি করে।আহত সূত্রে জানাগেছে পূর্ব মলুহার গ্রামে মৃত্য নূরুল হক মিয়ার ঘড় থেকে তার স্ত্রী সন্তানদের ঘড় ছাড়া করতে এ হামলার ঘটনা ঘটে।মৃত্য নূরুল হকের ভাই জামাল তার ভাইয়ের মৃত্যুর পর তাদের সম্পতি বিভিন্ন সময় জবর দখলের চেস্টা চালায়।এ নিয়ে সাত ধারায় মামলা হলে প্রতিপক্ষ মুছলেখা দিয়ে মামলা তুলে নেয়।এরপর চন্দ্রবান বিবিকে ঢাকায় চিকিৎসা কথা বলে নিয়ে জামাল নিজে কিছু সম্পতি লিখে নেয় ও ফারুখ হোসেনের কাছে বিক্রি করে।গত সোমবার রাতে পূর্বপরিকল্পিত ভাবে জামাল, রেজাউল,মামুন, রাসেল,রেসমা,মন্জুবেগম,মানোয়ার সহ অজ্ঞাত ৫/৬ জন জেসমিনের ঘড়ে প্রবেশ করে হামলা চালায়। এ সময় জেসমিন কে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরত্বর যখম করে।পরে স্থানীয়রা াহতকে মূমুর্ষ অবস্থায় হাসপাতালে রওনা দিলে বাধা দেয় প্রতিপক্ষ। পরে লবন সাড়া ফাড়ির পুলিশ উদ্ধার করে শেবাচিমে প্রেরন করে।এ বিষয়ে মামলার প্রস্ততুতি চলছে।
