১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

১১ নভেম্বর বুধবার সকালে এ উপলক্ষে বানারীপাড়া উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে আসে। পরে ‘আমরা মুজিব সেনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,
সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ফারুকুজ্জামান।
যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সরদার।

উপজেলা যুবলীগ নেতা মু. মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন প্রসুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মহসিন রেজা,
মশিউর রহমান সুমন, দুলাল তালুকদার , শেখ মহিম, পৌর যুবলীগ নেতা ফারুক হাওলাদার, সিরাজুল ইসলাম মিঠু, রাজু খান, সোয়ানুর রহমান রাসেল, শাহিন শেখ, বাইশারী ইউনিয়ন যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান হোসেন সিকদার, পৌর শাখার সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, সলিয়াবাকপুর ইউনিয়ন যুবলীগ নেতা সৈয়দ সোহেল, উজ্জ্বল তালুকদার, সদর যুবলীগের সভাপতি ফারুক ঘরামী, সম্পাদক মনির মল্লিক, সাংগঠনিক সম্পাদক মনির খান, যুবলীগ নেতা স্বপন মাঝি, ইলুহারের যুবলীগ নেতা মিজানুর রহমান, ফাইজুল ইসলাম, সৈয়দকাঠির বাবু, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপিত মমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী, উপজলা ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, সুমন সিদ্দিকি, মনির হোসেন, ফজলে রাব্বি, মিরাজ মোল্লা, চাখার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমূখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ