১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে যুবক আটক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় বিশালাকৃতির ২টি গাঁজা গাছ সহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার(৯ সেপ্টম্বর) সকালে বানারীপাড়া থানার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান অভিযান চালিয়ে সজিব সরদার (২০) নামের এক যুবককে বিশালাকৃতির ২ টি গাঁজা গাছ সহ আটক করেন। সজিব সরদার উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামের সেলিম সরদারের ছেলে।

উপ-পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিবদের বসত ঘরের উত্তর পাশ থেকে তাদের নিজ সম্পত্তিতে রোপিত ২টি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব জানায় ব্যবসার উদ্দেশ্যেই গাঁজা গাছ চাষ করেছিলো সে।

এ ব্যপারে এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় মাদক দ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ