রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক সিরাজ খানকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ নভেম্বর বুধবার সকালে ধর্ষিতা ওই প্রেমিকা (১৯) বাদী হয়ে তার ধর্ষক প্রেমিক সিরাজ খান (২৫)কে আসামী করে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলা দায়েরের পরপরই বাইশারী গ্রামে অভিযান চালিয়ে সিরাজকে গ্রেফতার করে বরিশাল জেলহাজতে পাঠায়। মামলা সুত্রে জানা গেছে, গত ৪/৫ মাস পূর্বে উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের মো. ফারুক ফকিরের মেয়ে (১৯)’র সঙ্গে বাইশারী গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে সিরাজ খানের মুঠোফোনে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিরাজ খান প্রেমিকার বাড়িতে গিয়ে তাকে মুঠোফোনে বাগানে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। এতে সে রাজী না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় সে ডাক চিৎকার দিলে তার মা পারুল বেগম এগিয়ে এলে সিরাজ খান দৌড়ে পালিয়ে যায়। ###
