১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বানারীপাড়ায় ব্যবসায়ীর ঘরে চুরি, স্বর্নালঙ্কার ও টাকা লুট

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ২ নং ওয়ার্ডে বন্দর বাজারের ব্যবসায়ী আলহাজ্ব মঞ্জুর মোর্শেদের বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

শনিবার গভীর রাতে ওই ব্যবসায়ীর বাসার গ্রিল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে স্টিলের আলমিরা ভেঙ্গে ২৫ ভরি বিভিন্ন স্বর্নালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায়। রবিবার সকালে ঘুম থেকে উঠে ব্যবসায়ী মঞ্জুর মোর্শেদ ও তার স্ত্রী দেখতে পান জানালার গ্রিল কাটা ও স্টিলের আলমিরা ভাঙ্গা। পরে তারা দেখতে পান ২৫ ভরি স্বর্নালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা নেই। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক ওসমান গনি ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ ব্যপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে পৌর শহরে একের পর এক চুরি সংঘটিত হওয়ায় জনমনে চুরি আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ