রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের তত্ত্বাবধানে পৌরসভার বন্দর বাজারে করোনাকালীন সময়ের মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রায় ২ ঘন্টা ব্যপী পরিচালিত এ অভিযানে বন্দর বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মুখে মাস্ক নেই এমন ১৫ জনকে আর্থিক জরিমানা (অর্থ দন্ড) করা হয়।
সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮’র ধারায় করা মোবাইল কোর্টে’র অভিযানে ওই ১৫ জনের কাছ থেকে মোট ৪ হাজার ৪ শত ৩৪ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে এ অভিযানকে সাধুবাদ জানিয়ে করোনাকালীন সময়ে বন্দর বাজারে বিশেষ এই অভিযান প্রতিনিয়ত পরিচালিত করার জন্য দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ প্রসঙ্গে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস বলেন এ অভিযান অব্যাহত থাকবে।