১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় মাস্ক না পড়ায় ১৫ জনকে জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি

বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের তত্ত্বাবধানে পৌরসভার বন্দর বাজারে করোনাকালীন সময়ের মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রায় ২ ঘন্টা ব্যপী পরিচালিত এ অভিযানে বন্দর বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মুখে মাস্ক নেই এমন ১৫ জনকে আর্থিক জরিমানা (অর্থ দন্ড) করা হয়।
সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন ২০১৮’র ধারায় করা মোবাইল কোর্টে’র অভিযানে ওই ১৫ জনের কাছ থেকে মোট ৪ হাজার ৪ শত ৩৪ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে এ অভিযানকে সাধুবাদ জানিয়ে করোনাকালীন সময়ে বন্দর বাজারে বিশেষ এই অভিযান প্রতিনিয়ত পরিচালিত করার জন্য দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ প্রসঙ্গে

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনুপ দাস বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ