১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বানারীপাড়ায় হঠাৎ করেই ফ্যান ভেঙে পড়লো ইউপি সচিবের মাথায়!

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বানারীপাড়া উপজেলার ৬নং বাইশারী ইউনিয়ন পরিষদে হঠাৎ করেই সিলিং ফ্যান ভেঙে পড়ায় সচিবসহ দুইজন আহত হয়েছে। বুধবার (২ জুন) দুপুর ১২টার দিকে সচিবের রুমে এ দুর্ঘটনা ঘটে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিব শারমিন আক্তারের কক্ষে একটি পুরনো ফ্যান ছিল, ফ্যানটি ভেঙে পড়ে গিয়ে সচিবের ঠোট কেটেছে এবং স্থানীয় বাসিন্দা আরিফের মাথা ফেটে গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত আরিফুল ইসলাম বলেন, আমার জন্ম নিবন্ধন কার্ডের ব্যাপারে খোঁজ নিতে এসেছিলাম। সচিবের কক্ষে তার সঙ্গে কথা বলার এক পর্যায় হঠাৎ করেই ফ্যান ভেঙে পড়ে। এতে আমরা দু’জনই আহত হয়েছি এবং আমি এখন একটি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

সর্বশেষ