নিজেস্ব প্রতিবেদকঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৫নং রহমতপুর ইউনিয়ন
পরিষদের উদ্দোক্তা মোঃ আবু হানিফ ফকিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে উদ্দোক্তা আবু হানিফ ফকির জম্মনিবন্ধনের ফি ১০০টাকার
স্থলে ৫শত টাকা নিয়েও টালবাহানা করে আসছে। এঘটনায় সোমবার রামপট্রি ও
লোহালিয়া গ্রামের কয়েকজন ভোক্তভোগীরা চেয়ারম্যানের কাছে বিচার চাইলে এসময়
অভিযুক্ত হানিফ ফকির চেয়ারম্যানের সামনে বসে তাদের সাথে খারাপ আচারন করেন।
এসময় চেয়ারম্যানের সাথে থাকা মোঃ বুলবুল সিকদারের সাথে বাকবিন্ডতার এক পর্যায়
দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে চেয়ারম্যান সরোয়ার ফকির বিষয়টি মিমাংসা
করে দেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সরোয়ার ফকির ঘটনার সত্যতা স্বীকার করে
বলেন,পরিষদের উদ্দোক্তা আবু হানিফ জম্মনিবন্ধন লিখতে ভুল করে এবং অনেকের কাছ থেকে
অতিরিক্ত টাকা নেয়াসহ সাধারন মানুষকে হয়রানী করছে। তিনি আরো বলেন যে দুইজনের
মধ্যে অপ্রতিকার ঘটনা ঘটছে তিনি বিষয়টি মিমাংসা করে দিবেন।
