৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাবুগঞ্জে ইউপি সদস্যর মৃত্যুতে উপজেলা বিএনপির শোক

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রাকুদিয়া গ্রামের ইউ পি সদস্য শাহিন হোসেন (৪২) এর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান, উপজেলা বিএনপির সভাপতি ইশরাত হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স সহ বাবুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তার মৃত্যৃতে বাবুগঞ্জে উপজেলা বিএনপি
এক শোকবার্তায় বলেন, ‘মরহুম শাহিন হোসেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী নীতি ও আদর্শের প্রতি আস্থাশীল ছিলেন। তিনি দেহেরগতি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
আমরা তার আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ