বাবুগঞ্জ ॥ বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের ডিক্রিরচর গ্রামের মৃত হোসেন গাজীর ছেলে দিনমজুর রুবেল গাজীর পরিবার কে উচ্ছেদের পায়তারা করছে একই বাড়ির হাসান গাজীর ছেলে পুলিশ সদস্য মেহেদী হাসান কাওসার ও নেছার গাজীর পরিবার বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাযায়, রুবেল গাজী ক্রয়ক্রিত জমির উপর নির্মিত ঘরে দীর্ঘ ৩০বছর ধরে বসবাস করে আসছে। সাম্প্রতিক ওই বাড়ি-ঘরের জমি নিজেদের দাবি করে বাথরুম,রান্নাঘর ভাংচুর করে অভিযুক্ত পুলিশে কর্মরত এএসআই মেহেদি হাসান কাওসার গাজীর পরিবারের লোকজন। তারা বিভিন্নভাবে অসহায় রুবেল গাজীকে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করে আসছে। ইতিমধ্যে জোরপূর্বক রুবেল গাজীর রান্না ঘর ভেঙ্গে পাকা ভবন তৈরি করেছেন তারা। স্থানীয়রা বলেন, রুবেল গাজী দরিদ্র ও দিনমজুর হওয়ায় চাচাত ভাইয়েরা তাকে কোনঠাসা করে রাখে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান কাওসার বলেন, আমারা তার ঘর ভাঙ্গচুর করেনি। আমাদের দলিলকৃত প্রায় ২শতাংশ জমি রুবেল গাজী ভোগ দখল করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য শালিস করলেও সমাধানে পৌছায় নি।
