বাবুগঞ্জ প্রতিনিধি :: ‘আমাদের কর্ম আমাদের ভবিষ্যত। ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন’। এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ অক্টোবর সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা.আক্তার উজ জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনিচুর রহমান সিকদার, ডাঃ নাহিদুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আরিফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধ ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার,শিক্ষা অফিসার আকবর কবির, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, ন্যায্য মূল্যের চালের ডিলার ফারুখ হোসেন প্রমুখ।