৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রয়ে খামখেয়ালীপনা

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রয় খামখেয়ালীপনা ও সেচ্ছাচারিতার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে খানপুরায় টিসিবির পণ্য বিক্রয়ের সময় নিয়ম অনুযায়ী পণ্য না পেয়ে সাধারন জনগণ ক্ষোভ প্রকাশ করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ‘টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের সময় নিয়ম অনুসারে কম রাখা হচ্ছে। টিসিবি পণ্য বিক্রয় করতে আসা লোকজন ১৫ কেজি পিঁয়াজ না কিনলে অন্যান্য পণ্য (সয়াবিন তৈল, মুশুরী ডাল চিনি) বিক্রয় করতে অপরাগতা প্রকাশ করে। একপর্যায়ে সাধারণ জনগণের সাথে কথা কাটাকাটি হয়। এ বিষয়ে ডিলার হানিফ ইসলাম কে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে- টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ে এরকম কোন নিয়ম আছে কি না..? জবাবে তিনি কোন সুউত্তর দিতে পারেননি।
উল্লেখ্য সরকার টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ে কঠোর হলেও নিজের খেয়াল খুশিমত পন্য বিক্রয় করছে বাবুগঞ্জে ডিলার হানিফ।
এ বিষয়ে সাধারণ জনগণ উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ