নিজস্ব প্রতিবেদক ।। বরিশালের বাবুগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় আবু নাছেম টিপু (৩০) নামের এক ক্যাবল ব্যবসায়ীকে মধ্যযুগীয় কায়দায় গভীর রাতে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত ১১ টায় ওই থানার পূর্ব দেহের গতি গ্রামের হাজী আব্দুল কাদের নূরানী হাফিজি মাদ্রাসার পিছনে বসে এ হামলা চালানো হয়। আহত ক্যাবল ব্যবসায়ী ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সূত্রে জানা যায়, ক্যাবল ব্যবসায়ী আবু নাছের টিপুর কাছে একই এলাকার বাসিন্দা মৃত কাঞ্চন আলীর ছেলে ইমন দুই (০২) লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ইন্টারনেট ব্যবসা করতে দেবে না বলে বিভিন্ন সময় হুমকি প্রদান করে আসছিল। ঘটনার দিন গভীর রাতে পরিকল্পিতভাবে ইমন, আব্বাস, মতি , বাবু ,জসিম সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। এ সময় কুপিয়ে পিটিয়ে হাত পা বেঁধে রেখে ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়। পরে সকালে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম এ ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
