প্রতিনিধি বাবুগঞ্জ(বরিশাল)ঃ বরিশালের বাবুগঞ্জ থানার নবাগত ওসি মাহাবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আলোচিত দুই জুয়াড়ীকে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। আজ বুধবার বিকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের মল্লিক বাড়ি উচা পুল সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
আকটকৃতরা হলেন দক্ষিন ভুতেরদিয়া গ্রামের শাহআলম সিকদারের ছেলে মোঃ সামছুল আলম(৩০) ও পূর্ব ভুতেরদিয়া গ্রামের লতিফ বেপারীর ছেলে ভাসাই(৪৫)।
বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত)মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে এসআই আওলাদ, এসআই হান্নান, এসআই জাকির, এসআই আজাদ, এসআই মাহতাব, এএসঅই হুমায়ুন, এএসআই নূরুলহকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হলেও বাকিরা পালিয়ে গেছে।
এ প্রঙ্গগে বাবুগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাহাবুবুর রহমান বলেন, বাবুগঞ্জ থানা থেকে জুয়া নামক ব্যাধি উপরে ফেলা হবে। বাবুগঞ্জ আসার সাথে সাথে অনেকেই জুয়া নিয়ে কথা বলেছেন। জুয়া, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদদের স্থান বাবুগঞ্জে হবে না। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।