নিজস্ব প্রতিবেদক।।বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেপুর গ্রামের মৃত আবদুল জলিল হাওলাদারের পুত্র আলী আহম্মেদ জুমা বাবুগঞ্জ থানার জি আর সামলা নং -২০/২০২২ ইং একই ইউনিয়নের ইসলাম পুর গ্রামের মাজেদ জমাদ্দারের পুত্র মাদক ব্যাবসায়ী স্বপন জমাদ্দার ৪৫ বাবুগঞ্জ থানায় জি আর মামলা নং -২০/ ২০২২ ইং ও কিসমত ঠাকুর মুল্লিক গ্রামের জলিল হাওলাদারের পুত্র স্বপন ৫০ সাজাপ্রাপ্তকে বাবুগঞ্জ থানার নবনিয়জিত ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডলের নির্দেশ ক্রমে গতকাল শনিবার ৩ জুন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাবু সনজিৎ চন্দ্র শীল তার সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রাতভর ওই ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক বৎসরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত অনাদায়ে দুই হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামি জাকির সহ দুই জন মাদক ব্যাবসায়িকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন।
