১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২১ এর উপজেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

২৯ মে শনিবার সকাল সাড়ে ১১ টায় বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদার, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, রহমতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, চাদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান সবুজ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।

এতে উপজেলা পর্যায়ে ৬ ইউনিয়ন থেকে ৬ টি দল অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ