৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম।। বৃহস্পতিবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় বন্ধ ঘোষণা বরিশাল সিটিতে নৌকা বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত এক যুগ পর মঠবাড়িয়া পৌর নির্বাচন : কে হবেন নৌকার মাঝি! ১০টি স্মার্ট ফোন উদ্ধার করেছে ভোলা গোয়েন্দা পুলিশ পবিপ্রবিতে এনবিএ-র নতুন কমিটি গঠন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন : নৌকার সমর্থেন বানারীপাড়া আ.লীগ নেতৃবৃন্দের গণসংযোগ আমি সর্বাত্তকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার : খোকন সেরনিয়াবাত ভোলার গ্যাস বরিশালে আনাসহ ১৭ দফা ইশতেহার হাতপাখার প্রার্থীর পটুয়াখালীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল বিএনপি

বাবুগঞ্জে বাড়ি বসে করোনা জয় করলেন জাকির মেম্বার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাড়ি বসেই করোনা জয় করেছেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জাকির হোসেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে টানা ২২ দিন বাড়িতে চিকিৎসা গ্রহণের মাধ্যমে করোনা সংক্রমণমুক্ত হয়েছেন তিনি। দ্বিতীয় দফার কনফার্মেশন টেস্ট রিপোর্টে তার কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বৃহস্পতিবার তাকে ছাড়পত্র দেওয়া হয়।

বাবুগঞ্জে করোনাভাইরাস সংক্রমিত রোগীদের মধ্যে জাকির মেম্বারই করোনা আক্রান্ত হওয়া উপজেলার প্রথম জনপ্রতিনিধি। এজন্য তার করোনা জয়ের খবরে স্বস্তি প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল এবং চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ।

বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে পরপর তিনবার নির্বাচিত (হ্যাটট্রিক) ইউপি সদস্য জাকির হোসেনের শরীরে তেমন কোনো উপসর্গ না থাকলেও গত ১০ জুন তার করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসার পরে গত ২২ দিন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে নিজের বাড়িতেই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুভাস সরকার জানান, ‘ইউপি মেম্বার জাকির হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ১০ জুন তার কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। তবে উপসর্গ না থাকায় তিনি আমাদের তত্ত¡াবধান ও পরামর্শে বাড়িতে হোম আইসোলেশনে থেকেই চিকিৎসা নেন। ফলে পরবর্তীতে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হয়। পরে কনফার্মেশনের জন্য দ্বিতীয় দফায় আবার তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে চ‚ড়ান্ত পরীক্ষার রিপোর্টেও নেগেটিভ আসে। ফলে বৃহস্পতিবার (২ জুলাই) হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।’

উপজেলার চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ বলেন, ‘ইউনিয়ন পরিষদের পরিশ্রমী ও জনপ্রিয় মেম্বার জাকির হোসেন মহান আল্লাহর রহমতে করোনা জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি ইউনিয়ন পরিষদের ত্রান বিতরণ কার্যক্রমে ব্যাপক ভ‚মিকা রেখেছিলেন।’

এদিকে করোনা জয়ী চাঁদপাশা ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ‘করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে বরং সচেতন হওয়া প্রয়োজন। করোনা আক্রান্ত হলে অহেতুক আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসরণ করলেই করোনাভাইরাস জয় করা সম্ভব। মনোবল অটুট রেখে চিকিৎসা গ্রহণ করলে করোনা মোকাবেলা কঠিন কিছু নয়।’

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ