বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি\
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্বা সংসদ এর আয়োজনে বরিশাল-ঢাকা মহা-সড়কের রহমতপুর ব্রীজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আঃ মান্নান হাওলাদার, শাহিনুল ইসলাম শিকদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, আ’লীগের যুগাœ সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আ’লীগ সাংগঠনিক সম্পাদক আক্তার উজ জামান মিলন মৃধা, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, আঃ মালেক খান, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, যুবলীগ সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ফিরোজ সরদার প্রমূখ।
