১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
নাজিরপুরে পাশাপাশি খোঁড়া হচ্ছে একই পরিবারের সেই ৪ জনের কবর ভোলায় পূজা মন্ডপের গেট ভাঙচুরের সময় হিন্দু যুবক আটক রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন কলাপাড়ায় সরকারী খাল দখলমুক্ত করতে দু-পক্ষের হামলা, আহত-৫ ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছাত্রলীগের সাবেক সম্পাদক বরগুনায় ধ*র্ষ*ণ প্রতিরোধক জুতা আবিষ্কার করলো স্কুলছাত্র দুমকিতে ছাত্র ব*লাৎকা*রের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা স্কুল-কলেজের শিক্ষার মতো মাদ্রাসা শিক্ষাকেও কর্মমুখী করতে হবে: স্বপন মুলাদীতে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের

বাবুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ইউপি সদস্য শাহিনের জানাজা সম্পন্ন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ রাকুদিয়া গ্রামের ইউ পি সদস্য শাহিন হোসেন (৪২) এর জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। । স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাটে রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের সুলতান মোল্লার পুত্র রায়হান (১৭) মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে মোটরসাইকেলযোগে আসা ইউপি সদস্য শাহিনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকায় প্রেরণ করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরে বুধবার সকালে আহত ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন ও কলেজছাত্র মো. রায়হান মৃত্যু বরণ করেন। তাদের মৃত্যৃতে বাবুগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার নামাজের জানায় উপস্থিত ছিলেন,

বীর প্রতীক রতন আলী শরিফ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম জামাল, উজিরপুর উপজেলার চেয়ারম্যান মোঃ মুজিদ শিকদার বাচ্চু,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম মিলন,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান খান, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সাহা, কামাল সরদার, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুম রেজা, দেহেরগতি ইউনিয়ন বিএনপি নেতা মিলন খান,সহ জানাজায় প্রায় ৩ সহস্রাধীক লোক অংশগ্রহণ করে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা
আওয়ামীলীগ, বিএনপি, ওয়ার্কার্স পাটি, জাতীয় পার্টি নেতৃবৃন্দ।

সর্বশেষ