১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাবুগঞ্জে সেনা সদস্যের জমি দখলের পায়তারা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

 নিজস্ব প্রতিবেদক : বাবুগঞ্জে সেনা সদস্যের জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাহেরচর ঘোষকাঠি এলাকার মৃত আবুল কাশের হাওলাদার’র পুত্র সেনা সদস্য মো: তারিকুল ইসলাম ভ‚ট্টু (৪৭) এর ক্রয়কৃত জমি দখলের পায়তারা চালায় একই এলাকার মৃত আ: রব হাওলাদারের পুত্ররা। এথেকে রেহায় পেতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোন সুরাহ পায়নি সেনা সদস্য ভুট্টো। অবশেষে চলতি মাসে বাবুগঞ্জ থানায় মৃত আ: রব হাওলাদারের পুত্র মো: মাঈনুল ইসলাম (ইউসুফ) (৩৫), মো: বাদশা মিয়া (৫২) , মো: সিদ্দিক (৩৮), মো: আবু সাঈদ (২৫) কে বিবাদী করে অভিযোগ দায়ের করেন তিনি। যার নং ৮৯৬, তারিখ ২৬-০৭-২০২০ ইং। অভিযোগ সূত্রে জানাযায়, গত ৩২ বছর পূর্বে এয়ারপোর্ট থানাধীন মহিষাদি এলাকার মৃত মোমিন উদ্দিনের স্ত্রী মো: আয়শা খাতুনের কাছ থেকে ২৩.৪৮ শতাংশ জমি ক্রয় করে ভুট্টো। বিবাদীরা দীর্ঘদিন যাবৎ উক্ত জমি দখলে চেষ্টা চালায়। এই নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন ভ‚ট্টো। ইউপি চেয়ারম্যান একাধীকবার ডাকলেও পরিষদের হাজির হননি বিবাদীরা। চলতি মাসের ১০ তারিখে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে চাষাবাদের পায়তারা চালায় বিবাদীরা। এতে বাধা প্রদান করায় বাদীকে গালমন্দ ও খুন জখমের হুমকি প্রদান করে বিবাদীরা। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন,‘ অভিযোগটি তদন্তের জন্য এসআই আক্তাররুজামানকে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ