বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল বাবুগঞ্জ মোহনগঞ্জ আন্তক্রিকেট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মোহনগঞ্জ ইস্কুল এন্ড কলেজ মাঠেতীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মোহনগঞ্জ আবুল খায়ের স্মৃতি একাদশ চ্যাম্পিয়ন ও মন্নান ঢালি স্মৃতি একাদশ রানার্সআপ হয়।
মোহনগঞ্জ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আন্ত ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন মাধবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন হাওলাদার। ডিগ্রিচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী মাষ্টার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ইউপি সদস্য আকলিমা বেগব,উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন মোল্লা, যুবদল নেতা এবায়দুল হক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কালাম হোসেন জমাদ্দার,যুবদলনেতা মোঃ নায়িম হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোল্লা প্রমুখ।
