২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

বাবুগঞ্জ উপজেলা আ.লীগের কমিটি গঠন

অনলাইন ডেস্ক :: সম্মেলনের ১৯ মাস পর সরদার মো. খালেদ হোসেন স্বপনকে সভাপতি ও মৃধা মুহা. আকতার উজ্জামান মিলনকে সাধারণ সম্পাদক করে বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (২ আগস্ট) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

দলীয় সূত্র জানায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এরপর করোনা পরিস্থিতির অবনতি এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহানারা আবদুল্লাহর মৃত্যুসহ নানা কারণে কমিটি গঠন সম্ভব হয়নি। অবশেষে ১৯ মাস পর কমিটি গঠন করা হলো।

উল্লেখ্য, খালেদ হোসেন স্বপন আগের কমিটির সাধারণ সম্পাদক এবং আকতার উজ্জামান মিলন সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই কমিটি ২০১৭ সালের ১ জানুয়ারি গঠন হয়েছিল।

Print Friendly, PDF & Email

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সর্বশেষ