বাবুগঞ্জ প্রতিনিধিঃ
বাবুগঞ্জ চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (৩ নভেম্বর) দরিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ সামছুল আলম ফকির।
চাঁদপাশা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ ইউসুফ হোসেন এর সভাপতিত্বে চাঁদপাশা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ইরান এর সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুজ্জামান, চাঁদপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মোঃ আওলাদ হোসেন, উপজেলা যুবদলের নেতা মোঃ এবায়দুল হক, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ বাচ্চু মৃধা,যুবদল নেতা, মোঃ রিয়াজ শরিফ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রাড়ি।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মোঃ কামরুল সিকদার, মোঃ ইমরান হোসেন, সোহেল রানা,সহ সাধারণ সম্পাদক মোঃ রাসেল শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হ্রদয় শিকদার,
প্রধান বক্ত হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের আহবায়ক মোঃ আতিকুর রহমান( আল- আমিন) বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ইয়াসির আরাফাত, উপজেলা যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান ইমন,মোঃ যুবায়ের আহমদ, রুবেল ফকির,রাকিব কবিরাজ সহ উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। তিন বারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছেন। সেই সময় আর বেশি দূরে নয় বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করবে। দলের মধ্যে সকল বিভেদ ভুলে জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান উপজেলার নেতারা ।